Opu Hasnat

আজ ২৯ জুন বুধবার ২০২২,

করোনায় গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ৮৭৪, সুস্থ ৮৪ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ৮৭৪, সুস্থ ৮৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় একজনের প্রানহানি ঘটেছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২৯,১৩৩ জন।

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৭৪ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৯,৫৮,০৭৪ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৮৪ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯,০৫,৯৮৩ জন।

মঙ্গলবার (২১ জুন ‘২২) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।