কুসিক মেয়র রিফাত কুমিল্লা / 
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে (কুসিক) মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে সদ্য সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর গণনা শেষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
এছাড়া ঘোড়া প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ২৯ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এটি কুসিকের তৃতীয় নির্বাচন। এ নির্বাচনে ১০৫টি ভোট কেন্দ্রের ৬৪০টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।