Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে ১১২৭ যৌনজীবীকে দুই মাসের খাদ্য সহায়তা প্রদান রাজবাড়ী

রাজবাড়ীতে ১১২৭ যৌনজীবীকে দুই মাসের খাদ্য সহায়তা প্রদান

চায়না রেড ক্রসের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে দৌলতদিয়া যৌনপল্লীর ১১২৭ জন যৌনকর্মীর মধ্যে দুই মাসের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৫ মে)  সকাল ১১ টায় দৌলতদিয়া কেকেএস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা এন্ড উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ বক্তৃতা করেন।  
 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন বলেন, চায়না রেড ক্রসের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে দৌলতদিয়া দেশের বৃহৎ যৌনপল্লীতে ১১২৭ জন যৌনকর্মীর মধ্যে ২২৫৪ টি ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিজন ৪০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ পাবেন। বুধ ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী এই কার্যক্রম চলবে।