Opu Hasnat

আজ ২৯ জুন বুধবার ২০২২,

মাগুরার কাল বৈশাখী ঝড়ে বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষতি মাগুরা

মাগুরার কাল বৈশাখী ঝড়ে বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

মাগুরা জেলার মহাম্মদপুর ও শালিখা উপজেলায় শনিবার কাল বৈশাখী ঝড়ে বাড়ীঘর ও মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে মহাম্মদপুর উপজেলার নাগরীপাড়া, খলশিয়া, কুমরুল, বাবুখালী ও দিঘা গ্রামের শতাধিক কাচাঁ ঘরবাড়ী ও মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের পর শনিবার বিকালে সংসদ সদস্য ড. বীরেন শিকদার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় লোকদের মাঝে ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরন করেন। 

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে সংসদ সদস্য ড. বীরেন শিকদার বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্থ লোকদের বাড়ীঘর মেরামত ও নির্মানের জন্য সরকার অবিলম্বে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহন করবে। 

ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাভোকেট আব্দুল মান্নান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্যান্য খবর