Opu Hasnat

আজ ২৯ জুন বুধবার ২০২২,

মোরেলগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন বাগেরহাট

মোরেলগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

মোরেলগঞ্জে  জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, ক্রীড়া এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে  অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। 

এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  চেয়ারম্যান এ্যাড.  শাহ ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা  ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।  এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন,  সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার, আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাড. সিদ্দিকুর রহমান,  প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  কামরুল হাসান বাবুল,  নব সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  হারুন অর রশিদ,   উপজেলা প্রেস ক্লাবের সভাপতি  এইচ এম শহীদুল ইসলাম,  সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুচ আলী  সরদার  প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  প্রধান শিক্ষক  তাসনীম  মাঞ্জার ও মাসুম জাকারিয়া।  

উল্লেখ্য, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এ শিক্ষা, ক্রীড়া  ও সাংস্কৃতিক  মোট ৩০ টি বিষয়ে প্রতিযোগিতায় ২৩৭ টি পুুরস্কার রয়েছে।