Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে : শ্যামা ওবায়েদ রাজবাড়ী

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে : শ্যামা ওবায়েদ

জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে হতেই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতি মধ্যেই ঘোষনা দিয়েছেন নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী দিনের সকল হিসাব হবে রাজপথে, রাজপথে যারা আন্দোলন সংগ্রাম সফল করতে মাঠে থাকবেন তারাই আগামী দিনের নেতৃত্ব দিবেন।

তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে গনতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবন্ধ থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। একই সাথে নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা সকলেই রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাব।

রাজবাড়ীর পাংশা উপজেলা ও পাংশা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এসব কথা বলেন।

এ সময় পাংশা উপজেলা বিএনপির থানা মোড়স্থ কার্যালয়ে শনিবার দুপুরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পাংশা উপজেলা বিএনপির আহবায়ক শাহ মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্ততা করেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশীদ, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট  আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব মোঃ চাঁদ আলী খান প্রমুখ।