Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

সৌদি আরবে ঈদ সোমবার আন্তর্জাতিক

সৌদি আরবে ঈদ সোমবার

শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সৌদ আরবে সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

রোববার ৩০ রমজান হওয়ায় স্বাভাবিকভাবেই সোমবার হবে শাওয়াল মাসের প্রথম তারিখ। সেই হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ওই দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

খালিজটাইমস জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। এ কারণে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

করোনা মহামারি শুরু হওয়ার এবারই প্রথম মুক্তভাবে ঈদ উদযাপন করবে সৌদি আরব। দুই পবিত্র মসজিদ- হারামাইন শরিফ ও মসজিদে নববিতে ঈদের নামাজের জন্য এবার কোনো অনুমতি লাগবে না। এছাড়া থাকছে না কোনো বিধিনিষেধ।