Opu Hasnat

আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

সিংগাইরে এক রাতে ৮টি গরু চুরি! মানিকগঞ্জ

সিংগাইরে এক রাতে  ৮টি গরু চুরি!

মানিকগঞ্জের সিংগাইরে এক রাতে জনৈক ফজু খাঁনের বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়েছে। শনিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের গভর্নমেন্ট অফিসার হাউজিং সোসাইটির পাশে ফোর্ড নগর গ্রামে এ ঘটনা ঘটে।  এ চুরির ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ায় ওই পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সোহেল (২৫) জানান, প্রতিদিনের মতো আমাদের ৮টি গরুকে খাবার খাইয়ে বাড়ির উত্তর পাশের গোয়াল ঘরে রাখি। প্রকৃতির ডাকে রাত দেড় টার দিকে ওঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। এ সময় আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে গরু খোঁজা খুজি করে। কোথাও না পাওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছি।

ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. দেলোয়ার খাঁন বলেন- ধল্লা ফাঁড়ির অদূরে এক সাথে একটি পরিবারের এতোগুলো গরু চুরির ঘটনা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো.আবু হানিফ বলেন, গরুগুলো উদ্ধারের জোড় চেষ্টা করছি। উদ্ধার করে মামলা নেয়া হবে।