Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

ভ্রাম্যমাণ আদালতে গোডাউন তালাবদ্ধ জামালপুর

ভ্রাম্যমাণ আদালতে গোডাউন তালাবদ্ধ

পন্যের মান নিয়ন্ত্রনে বিএসটিআই জামালপুর জেলার সদর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মেসার্স মোরশেদ উদ্দিন এন্টারপ্রাইজে ৮৫ কার্টুন নিমপাতা ব্রান্ডের অবৈধ মশার কয়েল পায়। এসময় প্রতিষ্ঠানের মালিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট উৎপাদনকারীর নিকট থেকে সিএম লাইসেন্স নিয়ে আসার জন্য ০৫ দিনের সময় প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট  তা মঞ্জুর করে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে নিজের জিম্মায় নেন। এবং ১৫ ফেব্রুয়ারী অবৈধ নিম্নমানের নিমপাতা মশার  কয়েল উপর  পূর্ণাঙ্গ রায় দেয়ার দিন ধার্য করেন।

মোবাইল কোর্টর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার এর নেতৃত্বে পরিচালিত হয়। এসময় বিএসটিআই, ময়মনসিংহ এর কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মেদ, সহকারী পরিচালক (সিএম) ও মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।