Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে সুনামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ সুনামগঞ্জ

স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে সুনামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি পালন উপলক্ষে সুনামগঞ্জে শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ আশ্রমের শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী মহারাজ, শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র রায়, শ্রী সারদা সংঘের সভাপতি সবিতা বীর, জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা রুপালী সোম পম্পা প্রমুখ। এর আগে শ্রীরামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন উদযাপন উপলক্ষে বিশেষ পূজা ও উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।