Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

সৈয়দপুরে জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০ নীলফামারী

সৈয়দপুরে জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০

নীলফামারীর সৈয়দপুরে চড়কপাড়া গ্রামে বিরোধপূর্ন জমিতে ইরি- বোরো ধানের চারা রোপনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায় আব্দুর রউফ নিস্তার ও মোনায়েম উদ্দিন প্রামানিকের পরিবারের মধ্যে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয়ে পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন মোনায়েম উদ্দিন প্রামানিক (৫০), মমতাজ বেগম (৪০), মিলি খাতুন (২৭), রুকাইয়া আক্তার মিতু (২৩), রিয়াজুল হাসান মিনার (১৬), মিলন প্রামানিককে (৪১) ও আব্দুর রউফ ওরফে নিস্তার (৬৫)।

জমিজমা নিয়ে এ সংঘর্ষের ঘটনার খবর জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক লক্ষ্মী নারায়ণ বর্মণ তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি শান্ত করেন।

মঙ্গলবার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করছে কিন্তু এ ব্যাপারে কোনো পক্ষই এ পর্যন্ত অভিযোগ করেনি।