Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

কন্যা সন্তানের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া বিনোদন

কন্যা সন্তানের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া কন্যা সন্তানের মা হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে খবরটি জানান প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি।

তিনি আরও লিখেছেন, এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভ কামনা চাই; যেন পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতির নবজাতক কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে রয়েছে।

২০১৮ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।