Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

উগ্রবাদ প্রতিরোধে

রাজবাড়ীতে শিক্ষার্থী গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার রাজবাড়ী

রাজবাড়ীতে শিক্ষার্থী গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ কেন্দ্র নির্মান প্রকল্প এর আওয়াতায় উগ্রবাদ প্রতিরোধে রাজবাড়ীতে শিক্ষার্থী গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারী) রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় পৌরসভার সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন এর সভাপতিত্বে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাইনউদ্দিন আহম্মেদ চৌধুরী বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতে সেমিনারের মূল বিষয়বস্তুু পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন ঢাকা মেট্টো মলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মোঃ নাসিরুল্লাহ।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ কেন্দ্র নির্মান প্রকল্প এর আওয়াতায় উগ্রবাদ প্রতিরোধে রাজবাড়ীর শতাধীক শিক্ষার্থী গনমাধ্যমকর্মী ও শতাধীক সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন ও তাদের মতামত তুলে ধরেন।