Opu Hasnat

আজ ১৭ আগস্ট বুধবার ২০২২,

ছাতকে কিশোরীর আত্মাহত্যা! সুনামগঞ্জ

ছাতকে কিশোরীর আত্মাহত্যা!

সুনামগঞ্জের ছাতকে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মাহত্যার খবর পাওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পৌর শহরের তাতিকোনা মহল্লার আব্দুল করিম হেড়াই মিয়ার কিশোরী মেয়ে ফাহিমা আক্তার ( ১২) সোমবার গভীর রাতে পরিবারের লোকজনের অজান্তে কোন একসময় বসত ঘরের কাছে কাঁঠাল গাছের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে মারা যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ফাহিমা কে ঘরে না পেয়ে খোজাখোজি করলে তাকে গাছের সাথে জুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্না কাটি শুরু করেন। পরে বিষয় টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল হতে জুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।

আত্মাহত্যার বিষয় জানেত চাইলে ছাতক থানার উপ -পরিদর্শক  দীপঙ্কর জানান, প্রাথমিক তথ্য বিবরণীতে জানা গেছে বিষয় টি আত্মাহত্যা।

এই বিভাগের অন্যান্য খবর