Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ইউপি নির্বাচনে নির্বাচিত হলে সাপ ধরা, শিঙা লাগানো ফ্রি! কুমিল্লা

ইউপি নির্বাচনে নির্বাচিত হলে সাপ ধরা, শিঙা লাগানো ফ্রি!

আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ফেসবুকে নির্বাচনী প্রশ্রিুতি হিসেবে একটি স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী আলাউদ্দিন কবিরাজ (৩২)। শনিবার সন্ধ্যায় তিনি এলাকাবাসীর উদ্দেশ্য স্ট্যাটাসটি দেন। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসে মেম্বারপ্রার্থী আলাউদ্দিন কবিরাজ লেখেন, ‘গুণাইঘর উত্তর ইউনিয়ন থেকে মেম্বার হলে সাপ ধরা  শিঙা লাগানো ফ্রি পোকা খোলা ফ্রি করে দেবো। মোটকথা ওঝা, কবিরাজি কাজগুলো ফ্রি করে দেবো, মাদক-সন্ত্রাস দমন করবো।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গুণাইঘর গ্রামের বেদেবাড়ির মোহাম্মাদ মিয়া হোসেন বেদে সর্দারের ছেলে আলাউদ্দিন কবিরাজ। তিনি এবার গুণাইঘর উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি দিয়েছেন। এলাকার একজন ভালো মানুষ হিসেবে তার পরিচিতি রয়েছে। সাপধরা তার পূর্বপুরুষের পেশা ছিল। সে হিসেবে তিনিও পেশাটি ধরে রেখেছেন।

এ বিষয়ে আলাউদ্দিন কবিরাজ সাংবাদিকদের জানান, ‘আমার বাবা একজন বেদে সর্দার ছিলেন। তিনি সাপ ধরতে গিয়ে মারা যান। আমি ৮ নং ওয়ার্ড থেকে নির্বাচন করবো। সোমবার মনোনয়নপত্র জমা দেবো। নির্বাচিত হলে আমার ওয়ার্ডে সাপ ধরা শিঙা লাগানো পোকা খোলা ফ্রি করে দেবো। এছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড গড়ে তুলবো ইনশাআল্লাহ।’