Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বইমেলায় আবদুল্লাহ’র নতুন বই ‘পতাকার ফেরিওয়ালা’ শিল্প ও সাহিত্য

বইমেলায় আবদুল্লাহ’র নতুন বই ‘পতাকার ফেরিওয়ালা’

২০২২ খ্রিষ্টাব্দের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার এর ‘পতাকার ফেরিওয়ালা’। বইটি মূলত শিশু-কিশোরদের গল্পের বই। এতে ‘ওজন চোর দোকানি’,  ‘পতাকার ফেরিওয়ালা’ ও ‘কৃপণ ফজর আলী’ নামে ৩ টি গল্প আছে। গল্পগুলোতে নৈতিকতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অসৎ জীবনযাপনের অশুভ পরিণাম সম্পর্কে যথার্থ রূপে তুলে ধরা হয়েছে।

বইটি প্রকাশিত হচ্ছে শিশু-কিশোর সংস্থা ‘সৃজনচক্র’র সৌজন্যে এর গণমাধ্যম সহযোগী ‘প্রতিষিদ্ধ.কম’, প্রকাশ করছে সাহিত্যদেশ প্রকাশনী। পরিবেশন করবে আরো একাধিক প্রকাশনা প্রতিষ্ঠান। এর প্রচ্ছদ করেছেন  আলমগীর জুয়েল ।

গল্পগুলো থেকে শিশু-কিশোররা সততার সুফল, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অসৎ জীবনযাপনের অশুভ পরিণাম সম্পর্কে অবগত হয়ে শিক্ষাগ্রহণ করবে বলে লেখক আশাবাদী।