Opu Hasnat

আজ ২১ জানুয়ারী শুক্রবার ২০২২,

ব্রেকিং নিউজ

ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা সভা নেত্রকোনা

ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা সভা

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোয়েল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী।

অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ, সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, জেলা আনসার কমানডেন্ট অফিসার, বিজিবি, র‌্যাব ও এনএসআই এর কর্মকর্তাবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ পদের প্রার্থীগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।