Opu Hasnat

আজ ১ ডিসেম্বর বুধবার ২০২১,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হেমন্ত উৎসব কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হেমন্ত উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হেমন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

মার্জিয়া সুলতানা ও মাহবুব সরকারের সঞ্চালনায় হেমন্ত উৎসবে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক কাজী এম আনিসুল ইসলাম।

অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূইয়া, প্রভাষক মাহমুদুল হাসান, অর্ণব বিশ্বাস, আলী আহসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও পিঠা উৎসবের আয়োজন করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রায়হান বলেন, হেমন্ত উৎসবের মধ্য দিয়ে যেনো প্রাণ ফিরে পেলাম। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধের পর এমন উৎসব সত্যিই আনন্দদায়ক ছিল।

একই বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া ভূইয়া রিমি বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে উৎসব পালন করছি। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর পরীক্ষার চাপে যখন ক্লান্ত লাগছিল, তখন উৎসবে মেতে প্রশান্তি লাগছে। দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।