Opu Hasnat

আজ ১ ডিসেম্বর বুধবার ২০২১,

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ বিষয়ক সেমিনার বাগেরহাট

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ বিষয়ক সেমিনার

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষায়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর সঞ্চালনায় - উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ মোঃ শাহ-ই-আলম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বিশেষ অথিতি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ বাজার ব্যবসায়ী মো. আসলাম হোসেন প্রমূখ।

 

এই বিভাগের অন্যান্য খবর