Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

পদ্মায় সজল চালাকের জালে একটানে ৩২ কেজি’র দুই কাতল! রাজবাড়ী

পদ্মায় সজল চালাকের জালে একটানে ৩২ কেজি’র দুই কাতল!

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির দুটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছ দুটির ওজন ৩২ কেজি ৩ শত গ্রাম। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে অদুরে স্থানীয় জেলে সজল চালকের জালে মাছ দুটি ধরা পরে। মাছ দুটি আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীর করেন স্থানীয় শত শত মানুষ।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল শোহান মৎস্য আড়তের মালিক মোঃ শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার দুপুরে পদ্মা নদীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে অদুরে স্থানীয় জেলে সজল চালাক ও তার খাতিজা বাবু চালাক জাল ফেলেন। এ সময় জালে টান পরলে তারা সাথে সাথে জাল টেনে তুললে এক সাথে বড় আকৃতির এই কাতল মাছ দুটি ধরা পরে। এ সময় আড়তে মাছ ব্যাবসায়ীদের অংশ গ্রহনে ১ হাজার ৩ শত টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬ শত টাকায় কিনে নেই। এরপর টেলিফোনে যোগাযোগ করে ঢাকা আইডিবি ভবনের এক ব্যাবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ার ফলে বড় বড় আকৃতির এসব মাছ এখন খাদ্যের সন্ধানে কিনারায় আসছে। তাছারা নদীর স্রোত ও ফেরি ঘাট এলাকায় আঘাত হানছে। যে কারনে জেলেরা ফেরিঘাট এলাকায় জাল ফেলে মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরত পারছে। এতে স্থানীয় জেলেদের ভাগ্যের চাকা ঘুরছে।