Opu Hasnat

আজ ২৪ মার্চ শুক্রবার ২০২৩,

খানসামায় প্রাথমিক বিদ্যালয়ের ১৮’শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুর

খানসামায় প্রাথমিক বিদ্যালয়ের ১৮’শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৮শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ১৯ প্রকার শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহায়তায় খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বুলবুল, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীগণ।

এই বিভাগের অন্যান্য খবর