Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মোরেলগঞ্জে শেখ রাসেল এর ৫৮ তম জন্ম দিন উপলক্ষে নানা কর্মসূচি পালিত বাগেরহাট

মোরেলগঞ্জে শেখ রাসেল এর ৫৮ তম জন্ম দিন  উপলক্ষে নানা কর্মসূচি পালিত

‘শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৮ অক্টোবর) প্রথমবারের মতো সারাদেশের ন্যায়  মোরেলগঞ্জেও পালিত হল ‘শেখ রাসেল দিবস-২০২১’।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, গাছের চারা বিতরণ ও শেখ রাসেলের ছবি সংবলিত গেঞ্জি বিতরণ করা হয়।  এছাড়াও  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার বেলা ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদেরকে সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। এসময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।

পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ.  আমিরুল আলম মিলন।  

এ সময়  প্রধান অতিথি  বলেন, সব শিশুকেই শেখ রাসেল মাসিকতায় পরিচর্যা  করতে হবে। এ শিশুরাই হয়তো আগামী  দিনের বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান অথবা দেশরত্ন শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারী  কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  ভাইস চেয়ারম্যান  মোঃ মোজাম্মেল হক মোজাম।   এছাড়া অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি  বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে বিজয়ী শিশুদের মাঝে  পুরষ্কার  বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এছাড়াও এ উপলক্ষে  মোরেলগঞ্জ  পৌরসভায়  মেয়র এসএম মনিরুল হক তালুকদারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ কেক কাটা ও আলোচনা  সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিদুজ্জামানের নেতৃত্বে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর