Opu Hasnat

আজ ১ ডিসেম্বর বুধবার ২০২১,

পল্লী চিকিৎসা সেবায় বিপন কৃষ্ণ দাশ পলাশের পদক লাভ সুনামগঞ্জ

পল্লী চিকিৎসা সেবায় বিপন কৃষ্ণ দাশ পলাশের পদক লাভ

সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা, আর এম পি ওয়েলফেয়ার সোসাইয়াটি সিলেট বিভাগী সমন্বয়ক বিপন কৃষ্ণ দাশ পলাশ পল্লী চিকিৎসা সেবা দিয়ে ও পল্লী চিকিৎসক দের দক্ষ করে গড়ে তোলতে দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসা প্রশিক্ষন দিয়ে গ্রামীণ চিকিৎসকদের কল্যানে কাজ করায় সার্ক কালচারাল ফোরাম তাকে গোল্ডেন জুবিলী অ্যাওর্য়াড ২০২১ প্রদান করে।

শনিবার বিকেলে রাজধীনীর কাটাবনস্থ চিংড়ি চাইনিজ রেস্টুরেটে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত এক আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপ্রতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী বিপন কৃষ্ণ দাশ পলাশের হাতে পদক তুলে দেন।

ফোরামের সভাপতি এটি এম মমতাজুল করিমের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক রেজাউল করিম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, ফাতেমাতুজ জহুরা, গোলাম ফারুক, মতিউর রহমান দুলু, এইচ ই ইসরাত জাহান, নায়ার ইসলাম, সেলিম রেজা, মনজুর হোসেন ইশা প্রমূখ।