Opu Hasnat

আজ ১৯ অক্টোবর মঙ্গলবার ২০২১,

মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর বাগেরহাট

মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর

রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রাইভার সহ একটি অত্যাধুনিক নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়  সম্পর্কিত  স্থায়ী কমিটির সদস্য  অ্যাড. আমিরুল আলম মিলন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ কামাল হোসেন  মুফতির হাতে অ্যাম্বুলেন্স ও চাবি প্রেরণ করেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এগুলো বুঝে নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ কামাল হোসেন  মুফতি জানান, দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছিল। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন  নির্বাচিত হওয়ার  পর থেকে বিভিন্ন সমস্যার পাশাপাশি এ সমস্যাটি সমাধানের জন্য নিরলসভাবে চেষ্টা  করেছেন। আজ এ্যাম্বুলেন্স হাতে পেলাম। নতুন এ্যাম্বুলেন্স মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা এখন নিশ্চিত করা যাবে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীর  উপজেলা হেল্থ কেয়ার ইউনিট (ইউএইচসি)  এ্যাম্বুলেন্স বরাদ্দ করেন।

 

এই বিভাগের অন্যান্য খবর