Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত বাগেরহাট

মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

বাগেরহাটের মোরলেগঞ্জে ইউনিয়ন ১৪ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতিকের চেয়ারম্যান ১২, স্বতন্ত্র ২ জন নির্বাচিত। সোমবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে  ১৪টিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  

নির্বাচনে ১৪ জনরে ১২ জন নৌকা ও বিদ্রোহী প্রার্থী ২ জন বিজয়ী হয়েছে। আওয়ামীলীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান হলেন, ১ নং তেলিগতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মোরশেদা আক্তার, ২নং পঞ্চকরন ইউনিয়নের বর্তমান আব্দুর রাজ্জাক মজুমদার, ৩নং পুটিখালী ইউনিয়নে মো: আব্দুর রাজ্জাক শেখ, ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নের সামসুর রহমান মল্লকি, ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের বর্তমান চেয়ারমম্যান আব্দুর আলীম হাওলাদার, ৬ নং চিংড়াখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান  আলী আক্কাস বুলু, ৭নং হোগলাপাশা ইউনয়িন নৌকার বিদ্রহী প্রার্থী ঘোড়া মার্কা প্রতিকের শেখ ফরিদুল ইসলাম, ৮ নং বনগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপর দাস, ৯নং বলইবুনিয়া ইউনিয়নের  বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান  আলী খান, ১০ নং হোগলাবুনয়িা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান  মো. আকরামুজ্জামান হাওলাদার, ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান টি এম রিপন, ১২ নং জিউধরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বাদশা, ১৪ নং বারইখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের আউয়াল খান মহারাজ, ১৫নং মোরলেগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী হুমায়ুন কবীর মোল্লা নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৩ নং নিশানবাড়ীয়া সীমানা নির্ধারনের জটিলতা মামলায় ও ১৬ নং খাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু জনতি কারনে বন্ধ রয়ছে।