Opu Hasnat

আজ ১৯ অক্টোবর মঙ্গলবার ২০২১,

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত কুমিল্লা

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত

কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউপির মো. রাফি (২৩), চাটখিল উপজেলার মো. ইয়াছিন (৩৫) ও সিএনজি চালক নোয়াখালির মো. শাহাদাত হোসেন (৩৫)।

কুমিল্লা জেলার লাকসাম সার্কেলের সিনিয়র এএসপি মহিতুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এসময় আহত হন অপর তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।