Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর রবিবার ২০২১,

ব্রেকিং নিউজ

সৈয়দপুরে ছন্দ আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের শুভ উদ্বোধন নীলফামারী

সৈয়দপুরে ছন্দ আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের শুভ উদ্বোধন

মাদকের করালগ্রাসে যুব সমাজ যখন ধ্বংসের পথে তখন সৈয়দপুরের একদল তরুন সমাজের উদ্দ্যোগে গঠিত হয় ‘‘ছন্দ আনন্দ সাংস্কৃতিক অঙ্গন’’ নামে একটি সংগঠন। সোমবার (১৩ সেপ্টম্বর) সন্ধ্যায় শহরেরনিম বাগান এলাকায় কয়ানিজপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ সংগঠনের শুভ উদ্বোধন হয়।

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষিকা নুরুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন সাংবাদিক ও কবি সৈয়দা রুখসানা জামান শানু, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন শিক্ষিকা নীলূফা বেগম প্রমূখ।

বক্তব্য শেষে উক্ত মঞ্চেস্কুল পড়ুয়া বেশ কিছু ছাত্র-ছাত্রী এ সংগঠনে সেচ্ছায় যোগ দেয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেনকন্ঠ শিল্পী আবু তাহের, পিংকী সরকার, বেতার শিল্পী সৈয়দ আনোয়ার এবং নূরুন্নাহার।