Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পাইকগাছায় নার্সারি মালিককে মারপিট, থানায় মামলা খুলনা

পাইকগাছায় নার্সারি মালিককে মারপিট, থানায় মামলা

পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষদের বিরুদ্ধে এক নার্সারী মালিককে মারপিট করে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আহত নার্সারি মালিক বাদশা মল্লিক গদাইপুর ইউপির তোকিয়া গ্রামের মনসুর মল্লিকের ছেলে। এদিকে থানা পুলিশ জানিয়েছে মারপিটের ঘটনায থানায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাদশা মল্লিক জানান, গদাইপুর মৌজার এস.এ ২৯৭  খতিয়ানের ৮১৬, ৮১৭, ৮১৮ দাগের ভোগ দখলীয় ১.৯৩ একর জমিতে নার্সারী সহ বসতবাড়ি রয়েছে। এ সম্পত্তি নিয়ে স্থানীয় মৃত রশীদ পাড়ের ছেলে আব্দুল কাদের, আফজাল পাড় গংদের সাথে বাদশা মল্লিকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

তিনি অভিযোগ করেন, গত ৩১ আগস্ট সকালে প্রতিপক্ষ কাদের পাড়ের ইন্ধনে বেশকিছু বহিরাগত লোক লাঠিশোটা নিয়ে অবৈধভাবে নার্সারিতে প্রবেশ করে দখল চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে প্রতিপক্ষদের মারপিটে বাদশা মল্লিক রক্তাক্ত জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার বাম হাতের আঘাত গুরুতর। এ ঘটনায় বাদশা মল্লিক বাদী হয়ে আঃ কাদের পাড়, আফজাল পাড়, রুবেল মোড়লদের বিরুদ্ধে মামলা করেছেন, যার নং- ২। বাদী অভিযোগ করেছেন মামলার পর প্রতিপক্ষরা হুমকি সহ নারী নির্যাতন মামলার ভয় দেখাচ্ছেন।

এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায় জানান, মারামারীর ঘটনায় থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।