Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সিংগাইরে ইউপি চেয়ারম্যান জাহিদ ভূঁইয়ার বরখাস্তের আদেশ স্থগিত মানিকগঞ্জ

সিংগাইরে ইউপি চেয়ারম্যান জাহিদ ভূঁইয়ার বরখাস্তের আদেশ স্থগিত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়াকে অনিয়ম-দূর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক মোঃ মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ শুনানী শেষে সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ স্থগিতাদেশ দেন। 

সেই সাথে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান (জীবল)। রিটে উল্লেখ করা হয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।

উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনিয়ম-দূর্নীতির অভিযোগে গত ১১ আগস্ট চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।