Opu Hasnat

আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার ২০২১,

করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের মৃত্যু চুয়াডাঙ্গা

করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের মৃত্যু

যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি'র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে আমিন বাজার নামক স্থানে তার মৃত্যু হয়। 

এর আগে গত ২৪ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শ্বাসকষ্ট শুরু হলে ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। গত ৩ দিন থেকে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজ ভোর ৫ টার দিকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেয়া হচ্ছিলো। বেলা ৩ টার দিকে পথিমধ্যে আমিন বাজার নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।

এই বিভাগের অন্যান্য খবর