Opu Hasnat

আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার ২০২২,

শেখ কামালের জন্মবার্ষিকীতে রংপুর জেলা স্কাউটস’র শ্রদ্ধাঞ্জলি রংপুর

শেখ কামালের জন্মবার্ষিকীতে রংপুর জেলা স্কাউটস’র শ্রদ্ধাঞ্জলি

এম আর এইচ সুমন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাহিত্য মঞ্চে অস্থায়ী শেখ কামালের বেদীতে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে  বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার ও জেলা স্কাউট।

এসময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ স্কাউটস  রংপুর জেলা রোভারের সদস্য সচিব ও রংপুরের সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্মন, রোভার অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান, জেলা স্কাউট সম্পাদক আব্দুর রহিম, স্কাউট লিডার রফিকুল হক বাবু, স্কাউট লিডার মাহামুদ ইসলাম আকাশ, রোভার রেজওয়ান হোসেন সুমন,  জেলার রোভার স্কাউট,  গার্লইন রোভার স্কাউট ও স্কাউট সদস্যরা।  

এছাড়া জেলা প্রশাসনের এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা ও সেবা প্রদান করে রংপুর জেলা রোভার ও জেলা স্কাউটের সদস্যবৃন্দ।

এই বিভাগের অন্যান্য খবর