Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সৈয়দপুরে বৃদ্ধ গরুর সন্ধান! নীলফামারী

সৈয়দপুরে বৃদ্ধ গরুর সন্ধান!

৩৩ বছর বয়সের একটি বৃদ্ধ গরুর সন্ধান পাওয়া গেছে সৈয়দপুরে সাহেবপাড়ায়। এলাকাবাসী ধারণা করছেন, এটিই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বয়যস্ক গরু। গরুটির নাম 'কালী'। এই গরুটি এখন পর্যন্তপ্রায় ২৫ টি বাচ্চা দিয়েছে। গরুটির মালিক সৈয়দপুরেরর সাহেবপাড়াবাসী একজন বিধবানারী নাজ ইয়াসমিন।

ওই এলাকার প্রবীণ ব্যক্তি আসমত আলী জানান, দীর্ঘদিন ধরে ওই বিধবা গরুটি লালন-পালন করছেন। শত কষ্টের মাঝেও গরুটিকে বিক্রি করেননি। তিনি এ ব্যাপারে প্রাণিসম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিধবা নাজ ইয়াসমিন জানান, ১৯৯৮ সালে তাঁর স্বামী এই গরুটি কিনে আনেন। এসময় গরুটির শরীরে অনেক পোকা ছিল। তা পরিস্কার করি নিজ হাতে। তারপর সন্তানের মায়া-মমতায় লালন-পালন করেন। গরুটিকে মাড়, চোকর ও প্রাকৃতিক খাবার খাওয়ান তিনি।

সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, বিষয়টি আমি শুনেছি। সরজমিন দেখে বিস্তারিত জানাতে পারবো।