Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ক্যারিয়ার ও শিক্ষাব্যবস্থা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভাবনা শিক্ষা

ক্যারিয়ার ও শিক্ষাব্যবস্থা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভাবনা

ফয়সাল হাবিব সানি  : মানুষ তার স্বপ্নের সমান বড়ো কথাটি সত্য হলেও মানুষ যে তার স্বপ্নের থেকেও বড়ো কথাটিও নিছক মিথ্যে নয়। স্বপ্ন মানুষের পথচলার সারথি, বন্ধু বা প্রাণরসশক্তি। আর এই স্বপ্নকে ঘিরেই মানুষের রয়েছে নানান জল্পনা-কল্পনা আর আশ্চর্য সব গল্পের খুনসুঁটি। আর মানুষ তার জীবনের সবথেকে বড়ো স্বপ্ন দেখতে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবনে তার পদধূলি রেখেই। কেননা, এই জীবনের প্রাপ্তিই তার ক্যারিয়ার জীবনের মূল সনদ হিসেবে বিবেচিত হয়। তাইতো, এই জীবনে এসেই শিক্ষা আর ক্যারিয়ার বিষয় দুটিই ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে।

ক্যারিয়ার নিয়েও বিভিন্ন শিক্ষার্থীর রয়েছে বিভিন্ন ভাবনা এবং অভিমত। আর এই ক্যারিয়ার সম্পর্কিত থাকে কোনো শিক্ষার্থীর অধ্যয়নরত বিষয়ের উপর। আজ আমরা জানব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা জিমের মতামত বা ক্যারিয়ার নিয়ে সংক্ষেপে তার ভাবনার প্রাসঙ্গিকতা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা জিমের ভাষ্যমতে, 'সময়ই মানুষের ভবিষ্যৎ বা ক্যারিয়ার গড়ে তোলার পেছেনে প্রধান ভূমিকা পালন করে। জগতে কোনো মানুষই পরিপূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণ নয়; মানুষ শুধু তার নিজের মেধা, প্রজ্ঞা ও অধ্যয়বসায়কে কাজে লাগিয়ে তার লক্ষ্যের চরম শিখরে পদার্পন করতে পারে। এইজন্য অবশ্যই তার সময়কে যথাযথভাবে কাজে লাগানো উচিৎ আর সময়ই বলে দেবে পরবর্তীতে সে নিজেকে কতোদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে বা কতোটা সফলকাম হওয়া তার পক্ষে সম্ভব।'

এদিকে, তার পঠিত বিষয় গণিত নিয়ে জানতে চাইলে তিনি তার নিজস্ব অভিব্যক্তি ব্যক্ত করেন এভাবেই 'সত্যি বলতে গণিত অত্যন্ত কঠিন একটি বিষয়। আর গণিতে অনেকে পড়তে ইচ্ছুক হলেও বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসে গণিত বিষয়টা বেশ সহজবোধ্য না হওয়াতে অনেকেই এই বিষয়টা ছেড়ে অন্যান্য বিষয়ে পড়তেও ঝুঁকে পড়ে। তবে বাস্তবিক অর্থে, বাইরের দেশে গণিতের অনেক বেশি কদর থাকলেও অনেকের ধারণা আমাদের দেশে গণিতের শিক্ষার্থীর তেমনভাবে মূল্যায়ণ করা হয় না৷ তবে এইটা সম্পূর্ণই ভ্রান্ত একটি ধারণা বলে মনে করি এবং বর্তমানে আমাদের দেশের শিক্ষার্থীদেরও গণিতের প্রতি ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে এবং কর্মক্ষেত্রেও দিনদিন গণিত বিভাগের শিক্ষার্থীদের যথেষ্ট চাহিদা পরিলক্ষিত হচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে একটু দৃষ্টিপাত করলেই দেখতে পাওয়া যাবে যে, এসপিও, এমপিও পদে চাকরির ক্ষেত্রেও গণিতের শিক্ষার্থীদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।'

অন্যদিকে, দেশের স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোসহ প্রতিষ্ঠিত বড়ো বড়ো ব্যাংকগুলোতেও গণিতের শিক্ষার্থীদের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। তাছাড়াও, গণিতে উচ্চতর ডিগ্রি নিয়ে বা স্কলারশিপ নিয়ে বাইরের দেশেও চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুযোগ-সুবিধা রয়েছে। সুতরাং, গণিতে পড়ে ক্যারিয়ারকে সুন্দরভাবে সাজানোর বা গোছানোর সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে যেকোনো শিক্ষার্থীরই তা নির্দ্বিধায় বলতে পারি।'

তিনি আরও বলেন, মূলত স্বপ্নকে স্বার্থক বা বাস্তবায়ন করে তোলাটাই জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হওয়া উচিৎ। যেখানে স্বপ্ন নেই, সেখানে কোনো জীবনই পুঙ্খানুপুঙ্খভাবে ডানা মেলতে পারে না বা পারাটাও দুঃসাধ্য ব্যাপার। আর স্বপ্নের পথে এগিয়ে গিয়ে লক্ষ্যে অবিচল থেকে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার মধ্যেই আমি স্বার্থকতা লক্ষ্য করি। জীবন অত্যন্ত ছোট, কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমে এই ক্ষুদ্র জীবনটাকে বৃহৎ পরিসরে মেলে ধরতেই পারি। আর তেমনিভাবে আমাদের ক্যারিয়ারও আমাদের উপর নির্ভর করে থাকে, আমাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের জীবনকে কোন্ মাপকাঠিতে পরিমাপ করব বা আমাদের জীবনের জন্য যা বেশি মঙ্গলজনক সেইটাই আমাদের ব্রত হওয়া শ্রেয়।'