Opu Hasnat

আজ ৮ মে বুধবার ২০২৪,

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সুনামগঞ্জ

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিব রহমানের মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহহীনদের গৃহায়ন প্রকল্প -২ এর উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্টিত হয়। 

মতবিনিময় সভায় সভাতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা সহকারি কমিশনার মো. রেদুয়ানুল হালিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, এলজিইডি সহকারী প্রকৌশলী মো. আনিসুরজ্জামান আনিস, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জের প্রবীন সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌধুরী প্রদীপ, আব্দুল আহাদ ও মো. সাইফুল্লাহসহ স্থানীয় সাংবাদিকরা। 

ইউএনও বিশ্বজিৎ দেব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান উপলক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাটামো সংস্কার (কাবিটা) কর্মসুচীর আওতায় জামালগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ১৪৬ টি, ২য় পর্যায়ে ৫৫ টি সহ ২৯৬ টি এবং ৫ টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে এ নিয়ে সর্বমোট ৩০১ টি ঘর নির্মাণ করা হয়েছে চলে মত বিনিময় সভায় জানানো হয়। 

এই বিভাগের অন্যান্য খবর