Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বৃষ্টির দোহাই // মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার শিল্প ও সাহিত্য

বৃষ্টির দোহাই // মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

কতো কাল বহু যুগ ধরে
দিয়েছো বৃষ্টির দোহাই,
হৃদয় ফেঁটে চৌছির হয়েছে
তবুও দাওনি ঠাঁই।
আজ পালাবে কোথায়
কুনো ব্যাঙের মতো,
বসন্ত এসেছে, নগ্ন হয়ে ফুলেরা ঝরবে
পালাবে তুমি যতো।
এখনো মেঘের ছাঁয়া খুঁজবে
অকর্ম পরগাছা হয়ে,
নাকি আমায় ছাঁয়া দিবে
কুৎসিত গন্ধভরা হৃদয়ে।
নিশ্চয় রেগেমেঘে লাল
কুৎসিত বলেছি তাই?
ভালোবাসায় কুৎসিত নেই
লজ্জা হয়ে যায় দায়।
গত বসন্তের স্মৃতিটুকুও আমি
নীনরণ করতে পারিনি,
জানো, অভিশপ্ত জীবনের মতো
দারিদ্রতা আমায় ছাড়েনি।
অধৈর্য হবেনা, আর মাত্র দু'একটি প্রহর
ফাগুনের বৃষ্টি আসবেই,
দৃঢ় বিশ্বাস আমার
লজ্জার প্রেলেপ খসে পড়বেই।
তখন আর কোন
অজুহাত থাকবে না,
ভালোবাসায় মোহহীন হয়ে যাবে
আর কোন বাধা থাকবেনা।
দুজন নির্লজ্জ হয়ে
হয়ে যাবো অচেনা কোন বন্য,
নিদ্রার ঘোর কাটিয়ে তন্দ্রাহীন হবো
অনির্দিষ্ট কালের জন্য।
বৃষ্টির দখলকৃত মাঠে
নেচে উঠবো আমরা দু'জন,
বিয়োজন শব্দটি আত্মহত্যা করবে
মৃত্যুহীন হবে যোজন।