Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মাগুরায় বোরো ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন মাগুরা

মাগুরায় বোরো ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় কৃষকের কাছ থেকে অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ থেকে শুরু হয়েছে। 

মঙ্গলবার সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই বোরো ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন। 

মাগুরা জেলা খাদ্য বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা কৃষি কর্মকর্তা বক্তৃতা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতি কেজি ধান ২৭ টাকা, চাল ৪০ টাকা ও গম ২৮ টাকা দরে কৃষকদের কাছ থেকে খরিদ করা হয়। চলতি মৌশুমে মাগুরায় ১৯৫৪ মে: টন ধান, ৩১৬২ মে: টন চাল ও ৪৩৬ মে: টন গম কৃষকদের কাছ থেকে খরিদ করা হবে।