Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দীঘিনালায় ও লংগদুতে ৩৩/১১কেভি বিদ্যুৎ লাইন নির্মান কাজের উদ্বোধন খাগড়াছড়ি

দীঘিনালায় ও লংগদুতে ৩৩/১১কেভি বিদ্যুৎ লাইন নির্মান কাজের উদ্বোধন

খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলা গ্রীড উপ-কেন্দ্র হতে দীঘিনালা, রাংগামাটির লংগদু উপজেলা উপ-কেন্দ্র পর্যন্ত ৩৩/১১কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ মে ২০২১) দুপুরে দীঘিনালা ৩৩/১১কেভি উপকেন্দ্রের অফিসের সামনে কার্যক্রমের উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী সমমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

এতে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য এলাকা এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। 

আর যেখানে বিদ্যুৎ পৌছানো অসম্ভব সেখানে সৌলার এর মাধ্যমে বিদ্যুতের আলো পৌছে দেওয়াসহ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন তিনি। এ সময় করোনা মহামারিতে সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌলশী উজ্জল বড়ুয়া,নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, পার্বত্য জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, শতরূপা চাকমা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের নেতা এড. আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা, সাবেক সদস্য জুয়েল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি গন্যমান্যরা এতে অংশ নেয়।

উল্লেখ্য, খাগড়াছড়ি গ্রীড উপ-কেন্দ্রসহ তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য ৫শ ৬৫কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর মাধ্যমে দীঘিনালা ও লংগদু উপজেলা প্রায় ১৫হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধায় পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।