Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সৈয়দপুরে ২ লাচ্ছা ফ্যাক্টরী সিলগালা, ৭৫ হাজার টাকা জরিমানা নীলফামারী

সৈয়দপুরে ২ লাচ্ছা ফ্যাক্টরী সিলগালা, ৭৫ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে রোববার (২ মে) বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুটি লাচ্ছা কারখানা সিলগালা ও ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রমিজ আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিয়ামতপুর দেওয়ানীপাড়ায় অবস্থিত আজাদ ফুড প্রডাক্টের ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশে তাজা ব্রান্ডের লাচ্ছা তৈরি করায় মালিক আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ফ্যাক্টরী সিলগালা করা হয়।

অপরদিকে, সৈয়দপুর-পার্বতীপুর সড়কে কুটুম লাচ্ছা সেমাই নকল করে ব্সিটিআই'র মানচিহৃ অবৈধভাবে ব্যবহার করায় মালিক এম এ খালেককে ২৫ হাজার টাকা জরিমানা করে ,তারও ফ্যাক্টরী সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসঅটিআইয়ের রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন।  সৈয়দপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

এই বিভাগের অন্যান্য খবর