Opu Hasnat

আজ ১৩ মে বৃহস্পতিবার ২০২১,

ফরিদপুরে তিন হাজার পরিবারের মাঝে জেলা আ’লীগের খাদ্য সামগ্রী বিতরণ ফরিদপুর

ফরিদপুরে তিন হাজার পরিবারের মাঝে জেলা আ’লীগের খাদ্য সামগ্রী বিতরণ

করোনাকালীন লকডাউন এই সময়ে ফরিদপুরে অসহায় তিন হাজার পরিবারের মাঝে জেলা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরে শেখ জামাল স্টেডিয়ামে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা। জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে সহায়তা করেন হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে আজাদ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, শেখ মাহাতাব আলী মেথু, শাহ্ আলম মুকুল, শহিদুল ইসলাম নিরু, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, আবু নাঈম, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন  প্রমুখ। 

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৮ কেজি চাল, ১ কেজি ডাল ও ১লিটার তেল। ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের ও পৌরসভার ২৭টি ওয়ার্ডের আওয়ামী লীগের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় এসব প্যাকেট।