Opu Hasnat

আজ ১৩ মে বৃহস্পতিবার ২০২১,

দুর্গাপুরে মে দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে মে দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলায় ন্যায্য মজুরী, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও অধিকার আদায়ের শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা শাখা ও উপজেলা শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ দিবস পালিত হয়। এ নিয়ে সিপিবি উপজেলা কমিটির আয়োজনে স্থানীয় কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সাবেক সাধারণ সামছুল আলম খান, উপজেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, যুব ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে শ্রমিকদের ভুমিকাই গুরুত্বপুর্ন, শ্রমিক গন নীতিগত ভাবে চলতে চাইলেও কিছু সংখ্যক মালিকের কারনে ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হতে হয়, শ্রমিকে-মালিকে ভালো সম্পর্ক না থাকলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ্য হয়। সকলকে নিজেদের মাঝে সু-সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।