Opu Hasnat

আজ ১৩ মে বৃহস্পতিবার ২০২১,

খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলায় পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শিশুরা হলো- খুমবারটি ত্রিপুরা (৮), আব্রাহাম ত্রিপুরা (৫) (আপন ভাইবোন)। তারা কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। প্রতিবেশী প্রাণটি ত্রিপুরা (৭) তাপস কান্তি ত্রিপুরার সন্তান। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল দশটায় উপজেলার ৪নং লতিবান ইউপির কারিগড় পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়। গুমোট হয়ে গেছে আশপাশের পরিবেশ। নিহতদের তিন জনের মধ্যে দু’জন একই পরিবারের শিশু, আপন ভাই ও বোন।

ঘটনার বিবরনে জানা যায়, বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে যায় তিন শিশু। এক পর্যায়ে পানিতে নামলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। 

এলাকার ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা, প্রতিবেশী ওমর জ্যোতি ত্রিপুরা ও দীপংকর ত্রিপুরা জানান, তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি’র সদস্য আরো জানান, সকালে খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী একটি ছড়ায় গোসল করতে নামে ওই তিন শিশু। ছড়াটি আগে থেকেই বাঁধ দেয়া ছিলো, ফলে এর গভীরতাও ছিলো বেশী। যার দরুণ তাদের এই মর্মান্তিক পরিণতি। বেলা ১১টার দিকে লাশ ভেসে ওঠায় তা স্থানীয়দের নজরে আসে। 

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে পড়ে ৩জন শিশুর মারা গেছে। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। 

এই বিভাগের অন্যান্য খবর