Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মিরপুরে অনুমোদনহীন মশার কয়েল কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা রাজধানী

মিরপুরে অনুমোদনহীন মশার কয়েল কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজধানীর মিরপুরে বিএসটিআই এর অনুমোদন বিহীন মশার কয়েল বাজারজাতকারী একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৫ এপ্রিল) বেলা ১টার দিকে মিরপুরের ৭ নং সেকশনে অবস্থিত ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।

জানা গেছে, মায়ের দোয়া এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবত বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন নামের কয়েল যেমন- তুলসী পাতা, ইগলু ম্যাক্স, বাইশা, নিউ ম্যাজিক কোরিয়ান, নিউ ম্যাজিক চায়না,  ডলফিন ম্যাক্স, পারফেক্ট নিমপাতা, দীপ সুপার, লিজার্ড গোল্ড, বাজারজাত করে আসছিলেন। এ সময় গোডাউন থেকে প্রচুর পরিমাণ  খোলা প্যাকেট জব্দ করেন এবং মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর কর্নধার নিজামউদ্দিন অঙ্গীকার করেন ভবিষ্যতে এই ধরনের বিএসটিআই অনুমোদনবিহীন মশার কয়েল  কখনো বাজারজাত করবেন না।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব এর সিনিয়র  এএসপি সাগর দীপা বিশ্বাস, বিএসটিআই এর অফিসার সিকান্দার মাহমুদ।