Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মাগুরায় ২য় ডোজ কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে মাগুরা

মাগুরায় ২য় ডোজ কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে

মাগুরায় ২য় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসুচি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মাগুরা ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ২য় ডোজ টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। প্রথম দিনে ২য় ডোজে ৪৮৪ জনের মধ্যে টিকা প্রদান করা হয়েছে। মাগুরা জেলায় প্রথম ডোজে ৪৬,২২৮ জন কে এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হয়েছে। 

মাগুরা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, মাগুরায় টিকা প্রহনকারীরা স্বেচ্ছায় আগ্রহী হয়ে ওঠায় ক্রমেই টিকা গ্রহনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলা সদরের বিভিন্ন স্থানের মধ্যে মাগুরা সদর হাসপাতালে ৮ টি বুথ, সিভিল সার্জন অফিসে ২ টি বুথ ও মাগুরা পুলিশ লাইন্স এ ১ টি বুথ সহ মোট ১১ টি বুথে এই টিকা প্রদান করা হচ্ছে। মাগুরা জেলার বিভিন্ন স্থানের ২২ জন স্বাস্থ্য কর্মী ও ৪৪ জন স্বেচ্ছাসেবক এই টিকাদান কর্মসুচিতে অংশ গ্রহন করছেন।