Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পায়ে হেঁটে দেড়শ’ কিলোমিটার পথ পরিভ্রমনে গাজীপুরের ৩ রোভার স্কাউট গাজীপুর

পায়ে হেঁটে দেড়শ’ কিলোমিটার পথ পরিভ্রমনে গাজীপুরের ৩ রোভার স্কাউট

পায়ে হেঁটে দেড়শ’ কিলোমিটার পথ পরিভ্রমনে বের হয়েছে গাজীপুরের ৩ রোভার স্কাউট। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ভাওয়াল রাজবাড়ির সামনে থেকে তিন রোভার স্কাউটের পরিভ্রমন যাত্রা উদ্বোধন করেন।এসময় বৃহষ্পতিবার (১৮ মার্চ ২০২১) সকালে বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার সম্পাদক মোফাজ্জল হোসেন এএলটি, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, পিয়ার আলী কলেজের রোভার স্কাউট লিডার নুরুল ইসলাম, রোভার স্কাউট লিডার মাসুদা আক্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, ফয়সাল আহমেদ তুষার ও  মেহেদি হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের ছাত্র। আর মনজিল হাসান টঙ্গী সরকারী কলেজের ছাত্র। ওদের রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমন করবে। পরিভ্রমন শেষে পথের বর্ণনা, পথে ঘটে যাওয়া কোন বিশেষ ঘটনা, কার সাথে দেখা হলো তার বিবরন ইত্যাদি লিখে জমা দিতে হবে। তাহলে তারা পরিভ্রমনকারী ব্যাজ পাবে।এভাবে আরো কিছু ব্যাজ অর্জনের পর পাবে রোভার স্কাউটদের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড’। সেই লক্ষ্যে তারা টানা ৫দিন হেঁটে সোমবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় স্কাউট ট্রেনিং সেন্টারে গিয়ে পরিভ্রমন শেষ করবে।

নানা পথ ধরে সোমবার সকালে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর দিয়ে গাজীপুর জেরা অতিক্রম করে ময়নসিংহ জেলায় প্রবেশ করে।