Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মওদুদ আহমদ রাজনীতি

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মওদুদ আহমদ

মানিকপুরে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরের জৌলুশ পাটওয়ারী বাড়ি (নিজ বাড়ি) মসজিদের পাশে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় মওদুদ আহমদের নোয়াখালী-৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজ মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এ জানাজায় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, সাবেক মেয়র আলা বক্স তাহের টিটুসহ বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে বিকেল ৫টায় কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার আরেক জানাজা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ও মওদুদ আহমদের ভায়রা ভাই ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফজলে হোসেন আবেদ, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সর্বস্তরের হাজার হাজার জনতা।

বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে জানাজার আগে মুক্তিযুদ্ধের এ সংগঠককে গার্ড অব অনার দেয়া হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।