Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দামুড়হুদায় স্বর্ণ ও রুপার বার উদ্ধার চুয়াডাঙ্গা

দামুড়হুদায় স্বর্ণ ও রুপার বার উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বড়বলদিয়া গ্রাম থেকে ১১৬ গ্রাম (১০ ভরি) ওজনের একটি স্বর্ণের ও ৫১ গ্রাম (৪ ভরি ৬ আনা) ওজনের ১টি রুপার বার পরিত্যক্ত অবস্থায়  উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে এই বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার আনুমানিক মূল্য সাত লক্ষ ছাব্বিশ হাজার একশত পঁচিশ টাকা। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তারা জানতে পারেন দামুড়হুদার সীমান্তবর্তী বড়বলদিয়া সীমান্তের ৮৪ নং মেইন পিলারের আনুমানিক ৪০০গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে লুৎফর মালিথার ছেলে  জহিরুল মালিতার বাড়ির বাহিরে দক্ষিণ পার্শ্বে মাটির ভিটায় স্বর্ণ ও রুপার বার পোতা আছে। এমন সংবাদের ভিত্তিত্বে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর তত্ত্বাবধানে রাত আনুমানিক একটার দিকে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির এর নেতৃত্বে একটি টহল দল স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত স্থানে তল্লাশী করে মাটিতে পোতা অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পায়। পরে ব্যাগের ভিতর থেকে ১১৬ গ্রাম (১০ ভরি) ওজনের উন্নত মানের ১ টি স্বর্ণের বার ও ৫১ গ্রাম (৪ ভরি ৬ আনা) ওজনের ১টি রুপার বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার আনুমানিক মূল্য সাত লক্ষ ছাব্বিশ হাজার একশত পঁচিশ টাকা।