Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ রংপুর

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ রংপুর জেলা শাখার উদ্যোগে রবিবার সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডস্থ আইডিয়া পাঠাগারে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন। সভায় সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুলের সঞ্চালনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহসভাপতি কেএসএম আতোয়ারুজ্জামান লাঞ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সাকিল, দিলারা হোসেন দুলালী, এমাদউদ্দিন আহমেদ, কবি এএসএম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, সাহিনা সুলতানা, হামিদা শারমিন প্রমুখ। 

আলোচনা শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ রংপুর জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের পরলোক গমন ও অনুপস্থিতির কারণে সর্বসম্মতিক্রমে কবি এএসএম হাবিবুর রহমানকে সহ সভাপতি, সাহিনা সুলতানাকে যুগ্ম সম্পাদক, মাসুদ রানা সাকিলকে সাংগঠনিক সম্পাদক, সুলতান তালুকদার আইন বিষয়ক সম্পাদক, হামিদা শারমিন দপ্তর সম্পাদক, দিলারা হোসেন দুলালী সমাজকল্যাণ সম্পাদক, মোহসেনা জামান মহিলা বিষয়ক সম্পাদক ও শারমিন আক্তারকে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। 

অন্যদিকে মৃত আমিনুল হককে সাংগঠনিক সম্পাদক, নিষ্ক্রিয় সহসভাপতি মুফতি মো. বেঞ্জুবায়ের রহমান, সদস্য অমলকান্তি লাহিরি, নিরেন দাস, রেজিনা সাফরিন, হাসনা চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।