Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজধানীতে মশার কয়েল কোম্পানীকে জরিমানা রাজধানী

রাজধানীতে মশার কয়েল কোম্পানীকে জরিমানা

রাজধানীতে বিএসটিআই এর অনুমোদনবিহীন মশার কয়েল বিক্রির দায়ে মশার কয়েল কোম্পানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাজধানীর মিরপুরের মেহেদিবাগে অবস্থিত কালাম কেমিক্যাল ওয়াকার্স-কে বিএসটিআই এর আইন ২০১৮(১৫)১ এর ২৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন র‌্যাব-৪  এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। লাইসেন্স না হওয়া পর্যন্ত গোডাউনও বন্ধ করে দেন। 

এসময়  উপস্থিত ছিলেন র‌্যাব-৪  এর (অপস অফিসার) এএসপি জিয়াউর রহমান চৌধুরী, এসআই মিজানুর রহমান ও বিএসটিআই এর ফিল্ড অফিসার খাইরুল।

সরেজমিনে গিয়ে জানা যায়, কালাম কেমিক্যালস বিএসটিআই এর অনুমোদন ছাড়াই  মিরপুরের পল্লবীসহ দেশের  বিভিন্ন স্থানে বিভিন্ন নামে মশার কয়েল বাজারজাত করে আসছিলেন। যেমন-  কেয়া তুলসী পাতা, কেয়া নিমপাতা, কেয়া ১০০, নিউ কেয়া, হামীম কোলগেট ম্যাজিক, কেয়া ম্যাজিক, কেয়া মান্ডার, লিজার্ড, সুপার কোরিয়ান স্প্রিট অ্যাকশন, কালো হিট কোলগেট, চিরতা পাতা। 

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই অভিযান চলমান থাকবে।