Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বিচিত্র কুমার এর একগুচ্ছ কবিতা শিল্প ও সাহিত্য

বিচিত্র কুমার এর একগুচ্ছ কবিতা

(০১)
এই বসন্তে

নবীন পল্লবে পল্লবে ফুল ফুটেছে
ফুটেছে আমের মুকুল,
শিমুল পলাশ আনন্দে উল্লাসে
পাতার ফাঁকে গাইছে বুলবুল।

সুদূর থেকে ভেসে আসে
রবীন্দ্রসঙ্গীতের মিলনের সুর,
মনে শিহরন জাগে হই ব্যকুল
মনে হয় নয় বহুদূর।

প্রেমের পসরা সাজিয়ে ডালে ডালে
বস্তের কোকিল হাতছানি দিয়ে ডাকে,
একলা ঘরে মন বসে না
তোমায় লুকিয়ে দেখি পাতার ফাঁকে।

(০২)
বেকার জীবন

লেখাপড়া শেষ করেছি
গ্রামের বাড়ি থাকি,
পাড়া প্রতিবেশী আমায় নিয়ে 
এখন করে শুধু হাসাহাসি।

চাকরি এখন সোনার হরিণ
কোথায় পাব ভাই?
এ সমাজে আমার তো আর
কাকা মামা নাই।

চিন্তায় চিন্তায় ঘুম আসে না
বয়স ফুরিয়া যায়,
দালালেরা আবার চাকরির জন্য
অনেক টাকা চায়।

এখন আমি কী যে করি
হায় ভাবছি সারাক্ষণ!
এ সমাজে টাকা ছাড়া
চাকরি পেল ক জন।

(৩)
মানুষের মূল্য কোথায়

এ জগৎ ঘুরে দেখেছি আমি
মানুষের মূল্য কোথায়,
পরিশ্রমে শুধু মূল্য আছে
তার কর্ম প্রতিভায়।

বেকারত্ব যার জীবন চিত্র
তার মূল্য কে দেয়?
মানুষের মূল্য শুধু
তার টাকা পয়সায়।

কর্মহীনের শূন্য জীবনে
নেইকো কোথাও স্থান,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
কেউ করে না সম্মান।

***************

বিচিত্র কুমার
আলতাফনগর, দুপচাঁচিয়া, বগুড়া।