Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

মুন্সীগঞ্জে ৪টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ৪টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট প্রস্থত, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটাগুলো চলছিল।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলার বালুরচর ইউনিয়নে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

আইন অমান্য করে কৃষিজমির মাটি কাটা ও ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো ইট তৈরি করছিল।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে। এসব ভাটার প্রস্তুত করা অনেক ইট ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে বিনষ্ট করেছে। অবৈধভাবে ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেনসহ পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা।